ফেনীতে দৃষ্টিনন্দন জেলা মডেল মসজিদের উদ্বোধন
- Updated Oct 31 2023
- / 502 Read
নিজস্ব প্রতিনিধি:
ফেনী জেলা মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে ফেনী জেলা মডেল মসজিদসহ দেশের ৫০টি মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রধানমন্ত্রী দেশজুড়ে ভার্চুয়ালী এসব মসজিদ উদ্বোধন করেন।
ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শর্শদি ইউনিয়নের ফতেহপুর এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে স্থানীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাস, ফেনী আলীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক একরাম উদ্দিন, সমাজসেবা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিউল হক, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী প্রমুখ।
জানা যায়, ফেনীতে ২ হাজার ৩৬০ বর্গ মিটারের ৪তলা বিশিষ্ট্য ভবনে ব্যাপক নির্মাণ শৈলী আবৃত এ মসজিদটি যে কারোই নজর কাড়বে। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর দানকৃত ৪৩ শতাংশ জমির উপর ১৫ কোটি টাকা ব্যয়ে মেসার্স আরএসসিএল এণ্ড আরএফ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান মসজিদটি নির্মাণ করেছে।
ফেনীস্থ ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মীর মুহাম্মদ নিয়ামত উল্লাহ জানান, বর্তমান সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় জেলা, উপজেলা পর্যায়ে এ ধরণের মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র নির্মিত হচ্ছে। মডেল মসজিদে রয়েছে ১০তলা বিশিষ্ট মিনার, অর্নামেন্ট গ্লাস, মসজিদের মাঝে বরাবর গম্বুজ, ঝাড়বাতি, এয়ারকন্ডিশন ও কিতাব সেলফ এবং সম্মুখে প্রশস্ত জায়গা।
বিশেষ কি আছে মডেল মসজিদে?
সরে জমিনে গিয়ে দেখা যায়, মসজিদের নিচতলায় রয়েছে কার পার্কিং, মরদেহ ধোয়ার ঘর, প্রতিবন্ধীদের নামাজের স্থান, ইমাম ট্রেনিং সেন্টার, বই বিক্রয় কেন্দ্র ও প্রতিবন্ধী কর্নার। দ্বিতীয় তলায় রয়েছে মূল নামাজের স্থান, মিটিং হল, অফিস স্পেস, খোলা জায়গা, মৃতদেহের কফিন রাখা ও জানাজার নামাজের স্থান। তৃতীয় তলায় রয়েছে: পুরুষ ও মহিলাদের আলাদা নামাজের স্থান, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম মুয়াজ্জিন ও শিক্ষকদের বাসস্থান, অতিথিখানা, সাধারণ স্টাফদের অফিস রুম, অজুখানা ও টয়লেট ইত্যাদি। এছাড়াও চতুর্থ তলায় রয়েছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র ইসলামিক লাইব্রেরী, ইমাম ট্রেনিং সেন্টার, হজ¦ প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক গবেষণা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা দেশ-বিদেশি মেহমান এবং পর্যটকদের আবাসন ও অতিথিশালা ইত্যাদি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত